সেট আপ পদ্ধতি
BDipTV সার্ভিস উপভোগ করার জন্য আপনাকে IPTV Smarters Pro সফটওয়্যারটি ডাউনলোড করে ইনসটল করতে হবে। সফটওয়্যার ইনসটল করার পর আপনার আমার টিভি IPTV ইউজারনেম, পাসওয়ার্ড ও সার্ভার এড্রেস দিয়ে লগইন করতে হবে। এটি খুবই সহজ একটি পদ্ধতি।
সফটওয়্যার ইনসটল করার পরে আপনি কম্পিউটারে ও টিভিতে নীচের ছবির অপশন দেখতে পাবেন।
ডেক্সটপ কম্পিউটার/ল্যাপটপ
লগইন করার জন্য ADD NEW USER এ ক্লিক করুন। তারপর নীচে বর্ণিত লগইন নির্দেশনা অনুসরণ করুন।

এন্ড্রোয়েড ডিভাইস
লগইন করার জন্য LOGIN WITH XTREAM API এ ক্লিক করুন। তারপর নীচে বর্ণিত লগইন নির্দেশনা অনুসরণ করুন।

লগ ইন পদ্ধতি
সকল ডিভাইসে লগইন পদ্ধতি মোটামুটি তথ্য একই, শুধুমাত্র স্যামসাং ও এলজি টিভিতে লগইন করার ক্ষেত্রে সার্ভার এড্রেস আলাদা। লগইন করার সময় নীচের ছবিটির মত স্ক্রিনে নির্দেশিত ক্রমে আপনাকে 4 টা তথ্য দিতে হবে।

- এখানে যে কোন নাম দিন। যেমনঃ BDipTV
- Username এর ঘরে আপনার Username দিন।
- Password এর ঘরে আপনার Password দিন।
- এখানে সার্ভার এড্রেস দিতে হবে। স্যামসাং ও এলজি টিভি ছাড়া কম্পিউটার, অন্য সকল ডিভাইস বা স্মার্ট টিভির ক্ষেত্রে সার্ভার এড্রেস একই থাকবে। স্যামসাং ও এলজি টিভির ক্ষেত্রে আলাদা হবে। আমার টিভি IPTV এর সার্ভার এড্রেস নিম্নরূপঃ
- সকল ডিভাইসঃ http://tv.bdiptv.store:80
- স্যামসাং ও এলজি টিভিঃ http://194.233.82.1196:80
BDipTV তে লগইন করার সময় অবশ্যই http ও 80 পোর্ট ব্যবহার করুন। কোনভাবেই https ব্যবহার করা যাবে না।